ওমরাহ পালনকালে হার্ট অ্যাটাক করেও বেঁচে গেলেন বাংলাদেশি হাজী
পবিত্র ওমরাহ হজ পালনকালে হার্ট অ্যাটাক করেও প্রাণে বেঁচে গেলেন এক বাংলাদেশি হাজী। জানা যায়, ওমরাহ পালনের সময় গুরুতর হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। পরে মক্কা হেলথ ক্লাস্টারের মেডিক্যাল স্টাফদের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য তিনি প্রাণে বেঁচে যান।
ওমরাহ পালনকালে হার্ট অ্যাটাক করেও বেঁচে গেলেন বাংলাদেশি হাজী
ওমরাহ পালনকালে গুরুতর হার্ট অ্যাটাক করেও বেঁচে ফিরলেন এক বাংলাদেশি হাজী। বার্তাসংস্থা সৌদি গেজেট থেকে জানা যায়, মক্কা হেলথ ক্লাস্টারের মেডিকেল কর্মীদের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ায় একজন বাংলাদেশি ওমরাহ হাজী জীবন ফিরে পেয়েছেন, যিনি একটি বেশ বড়সড় হার্ট অ্যাটাকের পরে গুরুতর অবস্থায় ছিলেন।

এ বিষয়ে মক্কা হেলথ ক্লাস্টারের মুখপাত্র হাতেম আল-মাসুদি বলেছেন যে, আজিয়াদ জেনারেল হাসপাতাল কার্ডিয়াক অ্যারেস্টের পরে ঐ বাংলাদেশি হাজীর গুরুতর অবস্থা সম্পর্কে রেড ক্রিসেন্ট থেকে তথ্য পান।
তিনি বলেন, প্রয়োজনীয় চিকিৎসা পদ্ধতি সম্পন্ন করার পর দেখা গেছে যে ঐ হাজী গুরুতর হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন, যার কারণে তাকে অবিলম্বে কিং আবদুল্লাহ মেডিকেল সিটিতে স্থানান্তর করার প্রয়োজন হয়।
এরপর, রোগীকে অল্প সময়ের মধ্যে