ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি প্রবাসীর হারানো লাগেজ উদ্ধার হয়েছে। এর আগে, বিমানবন্দরে লাগেজ বেল্ট থেকে এক সৌদি প্রবাসীর ৭ লাখ টাকাসহ লাগেজ হারায়। এরপর। প্রবাসীর হারানো টাকাসহ লাগেজ উদ্ধার করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
অবশেষে বিমানবন্দরে হারানো সৌদি প্রবাসীর লাগেজ উদ্ধার
জানা যায়, ঐ সৌদি প্রবাসী লাগেজ হারানোর পর বিমানবন্দরে দায়িত্বরত এপিবিএন অফিসে যোগাযোগ করেন। এরপর এপিবিএন তার লাগেজটি সিসিটিভি ফুটেজ দেখে খুঁজে বের করে উদ্ধার করে।
এর আগে, গতকাল ২৭ জানুয়ারি (বৃহস্পতিবার) সৌদি প্রবাসী রাকিব দেশে আসেন। নড়াইল এর কালিয়া থানা নিবাসী রাকিব প্রায় ১২ বছরেরও অধিক সময় ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। শেষবারের মতো যাবার পরে প্রায় ৪ বছর পরে আজ দেশে ফিরেন। কিন্তু বিমানবন্দর থেকেই তার লাগেজ, এবং লাগেজে থাকা প্রায় সাড়ে ৭ লাখ টাকা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র হারিয়ে ফেলেন