চলে এসেছে বিশনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনের নিকটতম সময়
বিশনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হতে পারে কিছুদিনের মধ্যে। সম্ভাব্য তারিখ এখনো নির্ধারিত হয়নি। আর এরই মধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন একাধিক জন। এবার নির্বাচনে সর্বমোট ৫ জন রয়েছেন মনোনয়ন প্রত্যাশী। এরা হলেনঃ
১. জনাব সিরাজুল ইসলাম সিরাজ
উনি বর্তমান বিশনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োজিত আছেন।
২. জনাব জাকির হোসেন
বর্তমান বিশনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে নিয়োজিত আছেন
৩. জনাব ইকবাল রহমান রিপন
বিশনন্দী ইউনিয়ন পরিষদের সাবেক ২ বারের সফল চেয়ারম্যান হিসেবে নিয়োজিত ছিলেন।
৪. জনাব শাহিন সরকার
আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হিসেবে নিয়োজিত আছেন।
৫. জনাব নজরুল ইসলাম
আড়াইহাজার উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে নিয়োজিত আছেন।
ইতিমধ্যে এই ৫ জন মনোনয়ন প্রত্যাশী যার যার জায়গা থেকে ইউনিয়ন বাসীর দোয়া কামনা করছেন এবং মাঠ পর্যায়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। পরবর্তীতে দল থেকে নৌকা প্রতিকে কাকে মনোনীত করা হয় সেই আশায়ই প্রতিক্ষিত রয়েছে বিশনন্দী ইউনিয়ন বাসী।