🔸সংযুক্ত আরব আমিরাতের আল আইনে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশী নিহত, আহত ২ জন।
🔸আবুধাবী-আলআইন সড়কের আল খাজানা এলাকায় সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশী নিহত ও অপর ২ জন আহত হয়েছেন, আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। বিবরণে প্রকাশ, একটি প্রাইভেট কার যোগে আবুধাবী থেকে আলআইন এ কর্মস্থলে যাবার পথে গাড়িটি আল খাজানা এলাকায় এলে অতর্কিতে গাড়ীটির এক্সেলেটর ভেঙ্গে যায় এবং গাড়ীটি রাস্তার পার্শ্ববর্তী ব্যারিয়ারের সাথে আঘাতে চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এতে ঘটনাস্থলে গাড়ীর চালক চট্টগ্রামের রাউজান থানার নাতোয়ান বাগিচা গ্রামের আবু জাফরের পুত্র মোহাম্মদ ফরহাদ(২৫) , রাউজান থানার নোয়াপাড়া গ্রামের খায়েজ আহমদ চেয়ারম্যানের বাড়ীর মোহাম্মদ ইলিয়াস (৪৫) এবং হাটহাজারীর পূর্ব ধলই গ্রামের পানি শাহের বাড়ীর আব্দুল হালিমের পুত্র আক্তার হোসেন (৩৮) ঘটনাস্থলেই মারা যান। গাড়ীর অপর ২ জন আরোহীর মধ্যে সাইফুল নামে অপর বাংলাদেশীর অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। হতাহতদের বর্তমানে আল আইনের আল জিমি হাসপাতালে রাখা হয়েছে।