
শুক্রবার ( ৩ সেপ্টেম্বর) রাতে সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের সর্বশেষ আপডেটে বলেছে, সিঙ্গাপুরে কমিউনিটি থেকে নতুন ২১৬ জন করোনায় আক্রান্ত শনাক্ত করা হয়েছে। গতবছর ৭ আগস্ট এর পর সর্বোচ্চ।
স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, চাঙ্গি জেনারেল হাসপাতালকে নতুন করোনার ক্লাস্টার হিসেবে চিহ্নিত করা হয়েছে। এইবছর জুনের পর তিনটি হাসপাতালকে করোনার ক্লাস্টার হিসেবে চিহ্নিত করা হলো। চাঙ্গি জেনারেল হাসপাতাল থেকে মোট করোনায় আক্রান্ত ১৪ জন৷
শুক্রবার আরো ৭ টি ক্লাস্টার ক্লোজ করা হয়েছে। সিঙ্গাপুরে এখন ৫৯ টি একটিভ করোনার ক্লাস্টার রয়েছে৷
৩ সেপ্টেম্বর রাতে স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানায় শুক্রবার আক্রান্তদের মধ্যে ৫৬ জন পূর্বের রোগীদের সাথে লিংক ছিলো এবং তারা কোয়ারেন্টাইন অর্ডারে ছিলো। ৫১ জন পূর্বের রোগীদের সাথে লিংক ছিলো কিন্তু তারা কোয়ারেন্টাইন অর্ডারে ছিলো না৷
তাছাড়া শুক্রবার করোনায় আক্রান্ত শনাক্তদের ১০৬ জন ছিলো আনলিংক অর্থাৎ তারা কিভাবে করোনায় সংক্রমিত হলো তা এখনো অজানা৷ এই নিয়ে পর পর চারদিন আনলিংক আক্রান্তের সংখ্যা কমিউনিটিতে লিংকযুক্ত শনাক্তের চেয়ে বেশী৷
স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত ৫৮০ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের অধিকাংশ রোগীর অবস্থা ভালো। করোনায় আক্রান্ত ২০ জনের অবস্থা সিরিয়াস তাদের অক্সিজেন সাপ্লাই দিয়ে রাখা হয়েছে৷ ৫ জনের অবস্থা ক্রিটিক্যাল তাদের আইসিইউতে রাখা হয়েছে৷
স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে,সিঙ্গাপুরে কমিউনিটিতে করোনায় আক্রান্ত আগের তুলনায় বেড়েছে। আগে এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা ছিল ৪৮৪ জন তা বৃদ্ধি পেয়ে এখন দাঁড়িয়েছে ১০২০ জনে৷তাছাড়া আনলিংক আক্রান্তের সংখ্যাও বেড়েছে। আগে কমিউনিটিতে আনলিংক আক্রান্তের সংখ্যা ছিল ১২৬ জন তা বৃদ্ধি পেয়ে এখন দাঁড়িয়েছে ৪০১ জনে৷
সিঙ্গাপুরে এখন পর্যন্ত ৮০ শতাংশ লোক করোনার সম্পূর্ণ ভ্যাকসিন নিয়েছেন। এবং ৮৩ শতাংশ লোক কমপক্ষে এক ডোজ টিকা নিয়েছেন।
তথ্যসূত্র : The Straits times