Related Articles
মধ্য আকাশে বিমানের পাইলট অসুস্থ, ভারতে জরুরি অবতরণ
ওমানের রাজধানী মাস্কাট থেকে ঢাকায় আসার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভারতের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। জানা গেছে, ফ্লাইটটির এক পাইলট হঠাৎ অসুস্থ বোধ করায় জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
শুক্রবার (২৭ আগস্ট) এ ঘটনা ঘটে। বিমানবন্দর ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, ফ্লাইটটি নিরাপদে জরুরি অবতরণ করার পর পাইলটকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। উড়োজাহাজের কোনও ক্ষয়ক্ষতি হয়নি, যাত্রীরাও নিরাপদে আছেন।