২২/০৮/২০২১
আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমাদের একজন বাংলাদেশী ভাই মাহফুজুর রহমান IPA (work permit) এবং এন্ট্রি এপ্রুভাল পেয়ে গতকাল ২১/০৮/২০২১ US Bangla Airlines এর ফ্লাইট নং BS307 এ আজ ২২/০৮/২০২১ ভোর ০৪:৪০ টায় সিংগাপুর এয়ারপোর্টে পৌঁছেন ।
তিনি বর্তমানে ইমিগ্রেশন পার হয়ে বাসে চড়ে হোটেলে যাচ্ছেন ।
আমি তার সাথে কথা বলে এই তথ্য নিশ্চিত করেছি ।
উল্লেখ্য তিনি এক মাত্র বাংলাদেশী work permit holder IPA নিয়ে এন্ট্রি এপ্রুভাল পেয়েছেন ।
বিমানে মোট যাত্রী ছিল মাত্র ৪ জন ।
১ জন বাংলাদেশী work permit holder এবং বাকি ৩ জন SPR / citizen.
আমি নিজে এই বিষয়ে সন্দেহ করেছিলাম যে তার এন্ট্রি এপ্রুভাল টি কি সঠিক নাকি ভুয়া ছিল ?
অবিশ্বাস্য হলেও সত্য যে একজন বাংলাদেশী work permit holder IPA এবং এন্ট্রি এপ্রুভাল পেয়ে সিংগাপুর এসেছেন ।
গতকাল সকালে তার টিকিট অনলাইনে চেক করে নিশ্চিত করেছি তার টিকিট টি সঠিক ছিল ।
কিন্তু MOM এর ওয়েব-সাইটে এখনো স্পষ্টভাবে লেখা আছে বাংলাদেশে থেকে সিংগাপুর আসার জন্য এন্ট্রি এপ্রুভাল বন্ধ আছে অনির্দিষ্টকালের জন্য ।
তাহলে কিছু একটা অজানা বিশেষ কারন রয়েছে একজন বাংলাদেশী হিসেবে এন্ট্রি এপ্রুভাল পাওয়ার, যা MOM তাদের ওয়েবসাইটে আজ পর্যন্ত প্রকাশ করে নাই ।
Link: https://www.mom.gov.sg/covid-19/entry-approval-requirements
তবে আমাকে মাহফুজুর রহমান এটা নিশ্চিত করেছেন যে,
তার কম্পানি সরাসরি এন্ট্রি এপ্রুভাল এর আবেদন করেছিল, এখানে কোনো প্রকার এজেন্ট বা দ্বিতীয় ব্যক্তির হস্তক্ষেপ ছিল না ।
তবে তিনি IPA করেছেন এবং টিকিট সহ অন্যান্য কাজ গুলি করেছেন এজেন্ট এর মাধ্যমে ।
এটা সত্যি অনেক বেশি সুসংবাদ যে IPA নিয়ে বাংলাদেশ থেকে একজন বাংলাদেশীর সিংগাপুর আসা ।
বিঃদ্রঃ সাধারণত এজেন্টরা এন্ট্রি এপ্রুভাল এপ্লাই করতে পারেন না, কারন প্রায় সকল কম্পানি এজেন্ট কে তাদের কর্পোরেট সিং-পাশ টি দেয় না ।
আমরা আশা করছি ভবিষ্যতে আরো কিছু লোক হয় তো এন্ট্রি এপ্রুভাল পেতে পারেন ।
বিঃদ্রঃ একজন এন্ট্রি এপ্রুভাল পেয়েছেন, তার মানে এই নয় যে শত শত লোকের এন্ট্রি এপ্রুভাল হয়ে যাবে ।
এই সুযোগে কিছু প্রতারক / দালাল চক্র নতুন করে এন্ট্রি এপ্রুভালের কথা বলে প্রতারনা করার সম্ভাবনা রয়েছে ।
তাই আপনাকে অবশ্যই কম্পানি বসের সাথে নিজে সরাসরি কথা বলে এন্ট্রি এপ্রুভালের বিষয়ে নিশ্চিত হবেন ।
তবে হয়তো কিছু পরিমাণে বিশেষ ভাবে এন্ট্রি এপ্রুভাল পেতে পারেন ।
নাছির উদ্দিন
২২/০৮/২০২১